বেড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরেকজনের মৃত্যু

পাবনার বেড়া উপজেলার শেখপাড়ায় বাসা বাড়িতে গ্যাস সিল্ডিার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে তিনজনে। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ কালু শেখ (৪০)। সে আবুল শেখের ছেলে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গেল ১৬ এপ্রিল ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারে সংযোগ দেয়ার সময়ে আগুন ধরে বিস্ফোরণ হয়। এতে আবুল শেখ (৬৫), তার ছেলে কালাম শেখ (৩৪), কালু শেখ (৪০), গ্যাস ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৮), প্রতিবেশি আলহাজ্ব (৪৬) ও শিশু নিথি দগ্ধ হয়। তাদেরকে বেড়া, বগুড়া ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাললে ভর্ভি করা হয়। এদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রোববার রাতে ও সোমবার সকালে মারা যান আবুল শেখ ও তার ছেলে কালাম শেখ।

 সোমবার রাতে হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কালু শেখ। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনেরা লাশ বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ