চলতি মাসে দুটি বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। অনুমিতভাবেই দলে রয়েছেন লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো, পাওলো দিবালা। এবারও দলে ঠাঁই হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়া ও মাউরো ইকার্দি।
২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে ২৬ মার্চ নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে খেলার পর ৩১ মার্চ লা পাসে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি উপলক্ষে মঙ্গলবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ স্কালোনি।
দলে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পর্যুদস্ত ইতালি’র ক্লাবগুলোর হয়ে খেলা ফুটবলারই ছয়জন! এদিকে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে ইতালি, স্পেন ও ফ্রান্স থেকে আসা লোকজনের ওপর বিধিনিষেধ আরোপ করেছে আর্জেন্টিনা। এসব দেশ থেকে আসা লোকজনের মাঝে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকুক না থাকুক তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
এই বিষয়গুলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিভাবে সামাল দেবে তা পরিষ্কার করে জানানো হয়নি।
ইউরোপে খেলা ফুটবলারদের নাম আপাতত ঘোষণা করেছেন স্কালোনি। পরে লাতিন আমেরিকার ক্লাবগুলোতে খেলা ফুটবলারদের নিয়ে পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হবে।
আর্জেন্টিনা ফুটবল দল
গোলরক্ষক: হুয়ান মুসো (উদিনেস)
ডিফেন্ডার: নেহুয়েন পেরেস (ফামালিকাও), রেনসো সারাভিয়া (ইন্তারনাসিওনাল), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হের্মান পেসসেইলা (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লিওনার্দো বেলার্দি (বরুসিয়া ডর্টমুন্ড),
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেস (রিয়াল বেতিস), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), রদ্রিগো দে পল (উদিনেস), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), এসেকুয়েল পালাসিও (বায়ার লেভারকুসেন), আলেক্সিস মাক আলিস্তের (ব্রাইটন)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সের্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গনসালেস (স্টুর্টগার্ট), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), লতারো মার্তিনেস (ইন্টার মিলান), পাওলো দিবালা (ইউভেন্তুস), লুকাস ওকামপোস (সেভিয়া)