আগের কয়েকটি বিশ্বকাপ আসরের বাছাইতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া আর্জেন্টিনা এবার প্রথম চার ম্যাচ থেকেই ১০ পয়েন্ট তুলে নিল। লিমায় বাংলাদেশ সময় বুধবার সকালে পেরুকে ২-০ গোলে হারিয়ে বাছাইয়ের চার ম্যাচেই অপরাজিত দলটি।
নিকোলাস গঞ্জালেজ সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেজ। আর্জেন্টিনার জয়রথ থেমে যায় আগের ম্যাচে, প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের মাধ্যমে। সেই ম্যাচ পার করে কাতার বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে আবার জয়ে ফিরল মেসিরা।
গঞ্জালেজ এদিন ১৭তম মিনিটে জালের দেখা পান। পঞ্চম আন্তর্জাতিক ম্যাচে করেন নিজের দ্বিতীয় গোল। ১১ মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেজ।
এই জয়ের পর আর্জেন্টিনা কনমেবল অঞ্চলে দ্বিতীয় স্থানে থাকল। তাদের থেকে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে আরেক পরাশক্তি ব্রাজিল।
১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে পেরু। অন্য ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারানো ব্রাজিলের পয়েন্ট ১২। কলম্বিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া একুয়েডর ৯ পয়েন্ট নিয়ে তিনে। মেসি এদিন দ্বিতীয়ার্ধে দারুণ দুটি সুযোগ নষ্ট করলেও বেশ কয়েকবার প্রতিপক্ষকে কাঁপিয়ে দেন।
২০২২ বিশ্বকাপের চারটি কোয়ালিফায়ারের একটিতেও আর্জেন্টিনা এখনো হারেনি। ২০০৪ সালের সেপ্টেম্বরের পর পেরুর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এটি মেসিদের প্রথম জয়। এর আগে তিনবার ড্র করে দুই দল।