প্রচণ্ড গরমে দেশের বিভিন্ন স্থানের বাসিন্দাদের জীবন ওষ্ঠাগত। তবে সহসাই গরম কমার কোনো সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন স্থানে চলমান এই তাপদাহ অব্যাহত থাকবে। এরই মধ্যে বিশেষ আবহাওয়া সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারত ও বাংলাদেশের উপর দিয়ে ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল দুপুর পর্যন্ত প্রাণঘাতী তাপপ্রবাহ প্রবাহিত হতে যাচ্ছে। এই ৪ দিন রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিশেষ করে কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর জেলায় দুপর ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠার সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
উল্লেখ্য যে, পরবর্তী দেশব্যাপী কালবৈশাখী ঝড় শুরু হবে ২৯ এপ্রিল বিকেলের পর থেকে। ২৯ এপ্রিল দিবাগত রাত ও ৩০ এপ্রিল দেশব্যাপী কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস।