পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করেছে। উপজেলার বনগ্রাম বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে মিছিল করার সময় তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন হটাৎ প্রায় ৪০-৪৫ জন জামায়ত-শিবির ও বিএনপির নেতাকর্মী বনগ্রাম বাজারে মিছিল বের করলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালানোর চেষ্টা করে। পুলিশ ও জনতা ধাওয়া দিয়ে ৭ জনকে আটক করে।
আটককৃতরা হল- শিবির কর্মী মহির উদ্দীন, মিশকাত, রবিউল ইসলাম, হাফিজুল জামায়াত কর্মী, সোলায়মান বিএনপি কর্মী, জিয়াউল যুবদল ও ওয়ালিদ ছাত্রদল কর্মী। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি ও কাঠের বাটাম উদ্ধার করা হয়।
পুলিশ আটককৃত ৭ জনসহ ১৫ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করেন। মামলা নং ৬।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহিউদ্দিন বলেন, পলাতক অন্যদের আটকের চেষ্টা চলছে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কার্যকলাপ, উস্কানিমূলক স্লোগান ও সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বুধবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।