বিক্ষোভের আগেই বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে দলটির।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।সে সময় রুহুল কবির রিজভী বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে সরকার বেগম জিয়াকে টার্গেট করে কারাবন্দি রেখেছে।

আদালতকে ব্যবহার করে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার জামিন ও চিকিৎসা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। এ ছিনিমিনি খেলার মাসুল এ সরকারকে দিতেই হবে। এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চতুর্থবারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই তার চিকিৎসা সম্ভব বলে আদেশে বলেন হাইকোর্ট।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ