বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান আর নেই

৪ বারের সংসদ সদস্য, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার  রাজধানীর এভার কেয়ার হাসপাতালে  তিনি ইন্তেকাল করেন।

এর আগে গত রোববার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

আব্দুল মান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ)  আসন থেকে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে আছেন। আব্দুল মান্নান বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের শশুর।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ