বাসার ছাদে থার্টিফার্স্ট উৎসব করা যাবে না

ইংরেজি নববর্ষ উদযাপনের ক্ষেত্রে ১৩ দফা নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি। এতে ভবনের ছাদে উৎসব আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়াও ফাটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানো সহ যেকোন ধরনের অশোভন আচরণ ও বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ডিএমপি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি 13 দফা নির্দেশনা সহ এসব অনুরোধ জানায়।

ডিএমপি বলেছে, ইংরেজি নববর্ষ উদযাপনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো ধরনের আশঙ্কা রোধকল্পে ঢাকা মহানগর পুলিশ বদ্ধপরিকর। নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

 

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ