বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়ে ৭২ দশমিক ৬ বছর হয়েছে। সর্বশেষ ২০১৮ সালের জরিপে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু পাওয়া গিয়েছিল ৭২ দশমিক ০৫ বছর।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস’র সম্মেলন কক্ষে এ সংক্রান্ত জরিপের ফলাফল প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস।
পরিসংখ্যান ব্যুরোর তত্বাবধানে ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) ৩য় পর্যায়’ প্রকল্পের মাধ্যমে এ জরিপ পরিচালিত হয়।
প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক বলেন, এবারের জরিপে পুরুষের ক্ষেত্রে প্রত্যাশিত গড় আয়ু বেড়ে ৭১ দশমিক ১ বছর এবং নারীদের ৭৪ দশমিক ২ বছর হয়েছে। আগের জরিপে পুরুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭০ দশমিক ৬ বছর আর নারীদের ৭৩ দশমিক ৫ বছর।
আগে বাংলাদেশের গড় আয়ু কম ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ধারাবাহিকভাবেই বাড়ছে। শিশুমৃত্যুর হার কমে আসায় এবং দেশে জটিল রোগের চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাওয়া এর অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।