বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাবনায় মুজিববর্ষ উদ্বোধন করা হবে: এমপি প্রিন্স

পাবনা সদর আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেছেন, বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাবনায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্বোধন করা হবে। এ ছাড়াও এ বছর ১৪ মার্চ থেকে পাবনার স্বাধীনতা চত্ত্বরে পক্ষকাল ব্যাপী স্বাধীনতা উৎসব উদযাপন করা হবে।

রোববার রাতে তিনি পাবনা প্রেসক্লাবে জেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক কর্মি ও সংগঠকদের সঙ্গে ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতা উৎসব উদযাপনের’ প্রস্তুতি সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক সরদার মিঠু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমি, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়সহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক কর্মি ও সংগঠক এ সময় উপস্থিত ছিলেন। 

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ