মিয়ানমারের অত্যাচার ঘরবাড়ি ছেড়ে এখন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মোহাম্মদ এরশাদ। এরশাদ একজন দারুণ ক্যালিগ্রাফার। বস 108 চলছে। এর মাঝে মাত্র তিন বছর বাংলাদেশে আছেন, স্মৃতির বাকি সবই আরাকান কিন্তু আরকি ফেরা হবে সেখানে তা তিনি জানেন না।
প্রতিদিন ফজরের নামাজ শেষে দিনের কাজ শুরু করেন মোহাম্মাদ এরশাদ।
২০১৭ সালে গুলি আর আগুনের মুখে নাফ নদী পার হওয়ার আগে সঙ্গে নিয়েছিলেন কেবল ক্যালিগ্রাফির খাতাগুলো। এগুলোই এখন তার অক্সিজেন।
দক্ষিণ এশিয়ায় নিপীড়িত জাতিসত্তাগুলোর এমনতর সংস্কৃতি সাধনা অনেকখানি মূল ধারার কাছে আজও অজানা। রোহিঙ্গাদের সম্পর্কেও কত কম জানি আমরা।