বছরের শেষ ও প্রথম দিনে করোনা আক্রান্তের খবর পেল পাবনাবাসী

বিষের ২০২০ বিদায় নিয়ে ২০২১-এ দিল বিশ্ব। বিদায় বছরের শেষ দিন এবং নতুন বছরের সুচনার দিনে পাবনায় করোনা আক্রান্তের খবর পেল পাবনাবাসী ।  দুইদিনে জেলায় ১০ জন করোনা রোগী শনাক্ত।

কয়েকদিন করোনা আক্রান্তের খবর পেলেও বিদায় বছরের শেষ দিনে ৪ জন এবং নতুন বছরের প্রথম দিনে ৬ জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে পাবনায়। তবে এদিনে পাবনাবাসী র জন্য সুখবর হলো- জেলায় ৬ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে।

সিরাজগঞ্জে ৯ জন, পাবনায় ৯ জন, বগুড়ায় ৫ জন, জয়পুরহাটে ৪ জন এবং নাটোরে ২ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ জন। এর মধ্যে রাজশাহীর ছয়জন, বগুড়ার ১৬ জন এবং পাবনার পাঁচজন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ