কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পাবনায় আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার দুপুরে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলটি শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুকু এমপি, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এম সাইদুল হক চুন্নু, সহসভাপতি আব্দুল কালাম আজাদ বাবু, সহসভাপতি আব্দুল হামিদ মাষ্টার।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড: তসলিম হাসান সুমন, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তুজা বিশ্বাস সনি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলীসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।