পাবনায় ইনকোর্স পরীক্ষা ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়

পাবনার সাঁথিয়া সরকারি কলেজে পরীক্ষার নামে ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। বুধবার বিকেল ৩টার দিকে ওই কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীরা সাঁথিয়া প্রেসক্লাবেসংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন অনার্স এ এক বছরে ইনকোর্স পরীক্ষা একবার হওয়ার কথা থাকলেও সেখানে দুইবার পরীক্ষা নেয়া হয়েছে যার ফি দেয়া হয়েছে (৩০০+৩০০) ৬০০ টাকা। টেস্ট ফি বাবদ ৫০০ টাকা ও রেজিস্ট্রেশন ফি ১০০ টাকাসহ মোট ১২০০ টাকা দেয়া হয়েছে।

অপরদিকে কোনরুপ ক্লাস না করেই ১ম বর্ষের চুড়ান্ত পরীক্ষার ফরম পূরনে কলেজ কর্তৃপক্ষ ৮ হাজার টাকা দাবী করেছেন। যা তাদের নিম্ন মধ্যেবিত্ত পরিবারের পক্ষে দেয়া সম্ভব না। এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের নিকট একটি লিখিত অভিযোগ দেন।

শিক্ষার্থীদের এসব অভিযোগ অস্বীকার করে সাঁথিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীদের নিকট থেকে কোনরুপ অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে না ইনকোর্স পরীক্ষা ১ বার নেয়া হয়েছে।

তিনি বলেন,বোর্ড ফি ৩২,০০ টাকা,এক বছরের বেতন ৪০০শ’টাকা করে মোট ৪ হাজার ৮শ’ টাকা। সবমিলিয়ে ৮ হাজার টাকা। তবু শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে বলা হয়েছে যে তোমরা কয়েক মাসের বেতন আর বোর্ড ফি দিয়ে ফরম পূরণ করো। তিনি আরও বলেন, এখানে অনার্সের কোর্স এর শিক্ষক নিয়োগ হলেও এখন পর্যন্ত এমপিও হয় নাই। নন এমপি’ও শিক্ষকদের তো বেতন দিতে হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ বলেন, শিক্ষার্থীরা এসেছিল তারা একটা আবেদন দিয়েছে। বিষয়টি নিয়ে আগামীকাল কলেজের অধ্যক্ষের সহিত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

>> পাবনার নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ