পৌর মেয়র মিন্টুকে বরণ করলো পাবনা জেলা আওয়ামী লীগ

বর্ণাঢ্য আয়োজনে পাবনা পৌরসভার জনপ্রিয় মেয়র কামরুল হাসান মিন্টুকে বরণ করলো পাবনা জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শুক্রবার রাত ৯টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবমুখর পরিবেশে জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিন্টুকে ফুল দিয়ে বরণ করে নেন।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা সদর উপজেলা  চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোশারোফ হোসেন, সদ্য আওয়ামী লীগে ফিরে আসা পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু।

এ সময় কামরুল হাসান মিন্টু তাকে দলে ফিরিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ