নিজস্ব সংবাদদাতা: পুত্র সন্তানের বাবা হলেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলী মুর্তজা বিশ্বাস সনি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের শিমলা জেনারেল হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন স্ত্রী সাজিয়া শারমিন।
মা ও শিশু দুজনেই সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের গাইনি ডা. শিউলি সাহা। সন্তান জন্মের খবর প্রকাশের পরপরই পা্বনার তরুণ এই নেতার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা হাসপাতালে ছুটে আসেন এবং শুভেচ্ছা জানান। সদ্য ভূমিষ্ঠ দ্বিতীয় পুত্রের জন্য সনি বিশ্বাস সবার কাছে দোয়া চেয়েছেন।
এছাড়াও দাদা হওয়ার খবরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আলহাজ্ব মজিদ বিশ্বাস বলেন, ‘আলহামদুলিল্লাহ আবার দাদা হলাম। বেশ আনন্দ লাগছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমার নাতির জন্য সবাই দোয়া করবেন।
পাবনার বিশিষ্ট শিল্পপতি আলহাজ আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে আলী মুর্তজা বিশ্বাস সনির সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয় বিশিষ্ট ব্যবসায়ী গুলজার হোসেনের মেয়ে সাজিয়া শারমিনের। আলী মুর্তজা বিশ্বাস সনি -সাজিয়া শারমিন দম্পতির সোহাইল বিশ্বাস নামের ১৫ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
পাবনার তরুণ যুবনেতা আলী মর্তুজা বিশ্বাস সনি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এবং পাবনার অন্যতম শিল্পগ্রুপ মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি পাবনা শহরের দানশীল ব্যক্তি মনসুর আলী বিশ্বাসের দৌহিত্র এবং পাবনার বিশিষ্ট শিল্পপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের ভাতিজা।