পাবিপ্রবি কোষাধ্যক্ষের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ এবং প্রতিবেদকের বক্তব্য

গত শনিবার (৪ নভেম্বর) পাবনার সর্বাধিক জনপ্রিয় ও শীর্ষ নিউজ পোর্টাল পাবনা বার্তা ২৪ ডটকমে প্রকাশিত ‘নিয়ম ভেঙ্গে গেস্ট হাউজ ব্যবহারের অভিযোগ পাবিপ্রবি কোষাধ্যক্ষের বিরুদ্ধে’ শীর্ষক সংবাদকে মিথ্যা দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ!

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরীর পাঠানো প্রতিবাদ লিপিতে কোষাধ্যক্ষ মহোদয়ের জন্য আবাসিক ব্যবস্থা না থাকায় গত ১৫ এপ্রিল থেকে গেস্ট হাউজে থাকার অনুমতির কথা বলা হয়েছে। কোষাধ্যক্ষ মহোদয়কে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, সুনাম নষ্ট ও মর্যাদাহানি করার জন্য এই সংবাদ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য:
সংবাদটিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৫ এপ্রিল থেকে গেস্ট হাউজে থাকার অনুমতির বিষয় আমাদের সংবাদে উল্লেখ্য করা হয়েছে।

কিন্তু প্রকাশিত সংবাদে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অবস্থান করছেন বলে উল্লেখ্য করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়টির জবাব দেয়নি। পূর্বের ৮ মাস কিভাবে তিনি থেকেছেন তার কারণ উল্লেখ্য করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরকার কোষাধ্যক্ষের বাসা ভাড়া দেয়ার পরও বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে থাকার নৈতিক ভিত্তি রয়েছে কিনা তাও উল্লেখ্য করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়াও পাবনা বার্তা ২৪ ডটকমের প্রকাশিত নিউজ পরেরদিন অন্য কোথায়ও বিনা অনুমতিতে হুবহু প্রকাশের দায়-ভার পাবনা বার্তা ২৪ ডটকম কর্তৃপক্ষ বহন করবে না।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ