পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহন করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত, শোকের বহিঃপ্রকাশ হিসাবে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কালো ব্যাচ লাগানো এবং শোক র্যালির আয়োজন করা হয়। এরপর ‘জনক জ্যোর্তিময়’ এ বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন অনুষদ,বিভাগ,দপ্তর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থকে পুষ্পস্তাবক অর্পন করা হয়।
পুষ্পস্তাবক শেষে উপচার্য অধ্যাপক ড.হাফিজা খাতুন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারন করতে হবে। বঙ্গবন্ধু সম্বন্ধে জানার জন্যে বঙ্গবন্ধু সম্পর্কিত বই গুলো পড়াতে হবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের দিকে জাতি তাকিয়ে আছে, তরুন প্রজন্মই জাতিকে এগিয়ে নিয়ে যাবে।
উপ-উপচার্য অধ্যাপক ড.এস এম মোস্তফা কামাল খান বলেন, আজকের এই দিনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিনম্রচিত্তে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাৎবরণ করা প্রত্যেক শহীদকে স্মরণ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশে এগিয়ে যাক এবং পৃথিবীর বুকে স্মার্ট বাংলাদেশে হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে বিশ্বাস করি।
৭৫’র ১৫ আগস্ট নিহত হওয়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে পাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোআ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।