পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৩১০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৬৭ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করে। তবে পরীক্ষার্থী সংখ্যা কম হওয়াতে বিগত দুটি পরীক্ষার মত ব্যস্ততা এইদিন দেখা যায়নি। ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো।
পরীক্ষা শুরুর পর দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষার সার্বিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান।
তিনি সাংবাদিকদের বলেন, আজকের পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ২০২১-২২ শিক্ষাবর্ষের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুরু থেকে আজ পর্যন্ত পরীক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য পাবনা শহরের রাজনীতিবিদ, প্রশাসন, পুলিশ, র্যাব এবং সাধারণ মানুষরা আমাদের সহযোগিতা করেছেন। এর জন্য আমরা উনাদের কাছে কৃতজ্ঞ। একই সাথে বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রোভার স্কাউট, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সহ সবাই আমাদের অনেক সহযোগিতা করেছেন। বিশ্ববিদ্যালয় পরিবারের সবার কাছেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন জানান, অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্গখলা পরিস্থিতির কোন অবনতি ছাড়াই গুচ্ছের তিনটি পরীক্ষা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি এই জন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।