পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে শূন্য হওয়া পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন এবং নওগাঁ-০৬, সিরাজগঞ্জ-০১, ঢাকা-০৫ ও ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
১৭ আগস্ট সোমবার হতে আগামী ২৩ আগস্ট রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫ টার মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন আবদেনপত্র সংগ্রহ এবং জমা দেয়া যাবে।
রবিবার (১৬ আগস্ট) দলটির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
উল্লখ্য, বাংলাদশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্দেশক্রমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সকলকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার লোকসমাগম না কর (এক/দুই জন ব্যক্তির বেশি প্রবশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরাধ করা হয়েছে। আবদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিত হবে।