উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) হাসিরুল হক ব্রেন ক্যান্সার জনিত সমস্যায় ভুগছেন। রাজধানী ঢাকাতে অস্ত্রোপচার করার পরেও সুবিধাজনক অবস্থানে নেই।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা করাতে হবে পাশ্ববর্তী দেশ ভারতে। ইতিমধ্যে শিক্ষকের পারিবার চিন্তত রয়েছে কারণ চিকিৎসা করার জন্য পর্যাপ্ত অর্থ তাদের নেই। ডাক্তার দ্রুত চিকিৎসার জন্য ভারতে স্থানান্তরিত হওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লক্ষ টাকা।
তার পরিবারের পক্ষে থেকে তাদেরকে সহযোগিতার মানবিক হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে বলেছে- তারা সহযোগিতার অর্থ পরিশোধ করে দেবেন। মূলত খুব দ্রুত তাকে ভারতে স্থানান্তরিত হওয়ার পরামর্শে জনসাধারণকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন শিক্ষকের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র তাহরিজ মুরদিফিন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: 4110002063012, পাবনা শাখা
ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: 1130200898302, রাজশাহী শাখা
বিকাশ: 01733476427