অবশেষে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে দালাল সিন্ডিকেটের দৌরাত্ব থামাতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে হাসপাতালে মধ্য থেকে ৭ জন দালালকে আটক করা হয়েছে।
পাবনা পুলিশ সুপার (এসপি) মুহিবুল ইসলাম খানের নির্দেশে গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। ভ্রাম্যমান আদালত নারী দালাল দুইজনকে পাঁচশত টাকা করে জরিমানা এবং ৫ জন পুরুষ দালালকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জেলার নিম্নআয়ের মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল পাবনা জেনারেল হাসপাতাল। হাসপাতালটিতে বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন। কিন্তু দালালদের কারণে এখানে চিকিৎসাসেবা না পেয়ে নানাভাবে বিড়ম্বনা এবং হয়রানির শিকার হচ্ছেন রোগী এবং তাদের স্বজনরা। শক্তিশালী দালাল সিন্ডিকেটের কারণে সঠিক চিকিৎসা না পেয়ে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবাপ্রার্থীরা।
অভিযোগ রয়েছে, বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে দালাল এসব সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করে। আর হাসপাতাল সংলগ্ন কিছু মানুষও দালালদের সাথে সম্পৃক্ত।
এছাড়া হাসপাতালের সন্নিকটে কিছু ওষুধের দোকানের মালিক দালালদের সাথে সম্পর্ক রাখেন। কয়েকটি দলে বিভক্ত হয়ে দালালরা জিম্মি করেছে পুরো হাসপাতাল। তাদের দাপটে নির্বিঘ্নে সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।