পাবনা জেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন’ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) পাবনা চেম্বার অব কমার্সে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষার্থীদের সভাপতি নির্বাচিত হয়েছেন এম এইচ অনিক, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় মোঃ রাসেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদকে পদে নির্বাচিত হয় মোঃ ইসমাইল হোসেন জিহাদ।
সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনারের জানান, ৮৬ জন ভোটারের মধ্যে ৫৮ জন ভোটার ভোট প্রদান করেন। সভাপতি পদের জন্য ২ জন, সাধারণ সম্পাদকের জন্য ২ জন এবং সাংগঠনিক সম্পাদকের জন্য ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, আমরা অবাধ, সুষ্ঠ ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনটি সম্পন্ন করেছি। ছাত্রসমাজ যাতে আগামীতে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে উঠতে পারেন সে জন্য নির্বাচনে যতগুলো প্রক্রিয়া আছে সবগুলো আমরা স্বচ্ছভাবে সম্পন্ন করেছি। আমরা আশা করছি এই সংগঠনে আগামীদিনেও গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত থাকবে।
নির্বাচনের পর নবনির্বাচিত সভাপতি অনিক হাসান পাবনা বার্তা ২৪ ডকটমকে বলেন, পাবনা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন সব সময় পাবনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে গিয়েছেন। আগামীদিনেও পাবনা জেলার শিক্ষার্থীদের যেকোন প্রয়োজন, শিক্ষার উন্নয়নে পাবনা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন কাজ করে যাবে। আমরা সবাইকে সাথে নিয়ে মানবসেবায় দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল আহমেদ পাবনা বার্তা ২৪ ডকটমকে বলেন, এই নতুন কমিটি পাবনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে শক্তিশালী ভূমিকা পালন করবেন এবং পাবনা জেলার শিক্ষার্থীদের কাছে একটি আদর্শ সংগঠন হিসেবে পরিচিত লাভ করার লক্ষে করে যাবেন। আগামী দিনে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য আমি সংগঠনের সকল সদস্য এবং পাবনাবাসীর সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত, পাবনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার লক্ষে ২০২০ সালের ২৭ মার্চ পাবনা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেন।
সংগঠনটি দরিদ্র ছাত্রদের পাশে দাঁড়ানো সহ ছাত্র কল্যাণ, মাদকমুক্ত শিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনের সংবিধান প্রণয়নের মাধ্যমে ৪৩টি ধারা নিয়ে ২২ দফা কর্মসূচীকে সামনে রেখে “শিক্ষা, শৃঙ্খলা, অধিকার” ও “শিক্ষায় শক্তি, শিক্ষায় মুক্তি” এই স্লোগানটি সামনে রেখে কাজ করছেন।