পাবনা জেনারেল হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ময়লার স্তূপ থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ডক্টরস ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের সামনে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রওশন আলী জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেউ শিশুটি হত্যা করে ময়লার স্তূপে ফেলে রেখে পালিয়েছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান রওশন আলী।
সদ্য যোগদানকৃত পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।