পাবনা সদর উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি- হত্যা

পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেনের চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের ধারণা- পূর্ব শত্রুতার জেরে কেউ হত্যা করে থাকতে পারে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে পাবনা পৌরসভার গোবিন্দা এলাকার কালেক্টর স্কুল এন্ড কলেজের পেছনে অফিসার্স কলোনির পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এস এম রেজাউল হাকিম রেঙ্গুন (৪৫) পৌরসভার কৃষ্ণপুর এলাকার চেয়ারম্যানের গলি মৃত আব্দুল হাকিমের ছেলে।

পরিবারের বরাত দিয়ে মোশাররফ হোসেন বলেন, গত রাত ১টার দিকে অফিসার্স কলোনির পুকুরপাড়ে মাছ ধরতে গিয়েছিল। ভোরে পুকুরপাড়ের বাসিন্দারা মরদেহ টের পেয়ে পরিবারকে খবর দেয়। এসময় নিহতের পরিবারের সদস্যরা গিয়ে পুলিশকে খবর দেয়।

তিনি বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এজন্য আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, সকালে খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনা তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ