পাবনা সদরের ১০ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

পাবনা সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

শনিবার (২০ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সদর উপজেলার ১০টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা তারা হলেন-

হেমায়েতপুর ইউনিয়নে মোঃ মঞ্জুরুল ইসলাম মধু, দাপুনিয়া ইউনিয়নে মোছাঃ আম্বিয়া খাতুন শিমু, মালিগাছা ইউনিয়নে মোঃ উম্মাত আলী, মালঞ্চি ইউনিয়নে মোঃ আব্দুল আলিম, গয়েশপুর ইউনিয়নে মোঃ মোতাহার হোসেন মুতাই, আতাইকুলা ইউনিয়নে মোঃ আতিয়ার রহমান, দোগাছী ইউনিয়নে মোঃ আলতাব হোসেন খান, ভাড়ারা ইউনিয়নে মোঃ আবু সাঈদ খান, সাদুল্লাহ ইউনিয়নে মোঃ রহিজ উদ্দিন রইজ ও চর তারাপুর ইউনিয়নে মোঃ রবিউল ইসলাম টুটুল।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ