পাবনা শহরে উত্তেজক সিরাপ তৈরির কারখানা সিলগালা, যুবক আটক

পাবনা শহরে রানা ফুড এন্ড বেভারেজ নামের একটি উত্তেজক সিরাপ তৈরির কারখানা সন্ধ্যান মিলেছে। অবৈধভাবে গড়ে উঠা এই কারাখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। এসময় একজনকে আটক ও মালিক পক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) শহরের নারায়ণপুরে ওই কারখানায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা পুলিশের ফেসবুক পেজ থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এক অভিযানে শহরের নারায়ণপুরে একটি যৌনউত্তেজক সিরাপ তৈরি কারখানা পাওয়া গেছে। এরা ফ্রুটস সিরাপের অনুমোদন নিয়ে উত্তেজক সিরাপ তৈরি করছিল, এদের ঔষধ প্রশাসনের অনুমোদন নাই।

এসময় পাবনার এসি ল্যান্ড ঘটনাস্থল থেকে মো. নজরুল ইসলাম মাসুদের ছেলে মো. নাজমুল ইসলাম (২০) আটক করে এবং মালিকপক্ষকে ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮/২৭ ধারা মোতাবেক এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই বছর কারাদণ্ড দেয়া হয়। পরে কারখানাটি স্থায়ী ভাবে সিলগালা করা হয়।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ