পাবনা শহরের ৬ হাজার পরিবারের মাঝে স্কয়ারের খাদ্য সামগ্রী বিতরণ

স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা পৌরসভার ১৫টি ওয়ার্ডে সামবার থেকে করোনায় কর্মহীন প্রায় ৬ হাজার পরিবারের মাধ্যে খাদ্য বিতরন কার্যক্রম শুরু করেছে।

সকালে পৌর এলাকার চাদমারী ডিজিএফআই মাঠ, আরএম একাডেমী ও পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে পৌর এলাকার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের কর্মহীন শ্রমজবি পরিবারের মধ্যে খাদ্য সহায়তার মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।

সকালে এ কার্যক্রম পরিদর্শন করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু, তমা ইসলাম পুস্পসহ পৌরসভার সকল কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।

এ ছাড়া স্কয়ার গ্রুপ পৌরসভা, জেলা যুবলীগ, সুজানগর ও আটঘরিয়া উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রায় অর্ধলক্ষ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের কাজ অব্যাহত রেখেছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ