পাবনা প্রেসক্লাব সভাপতির শাশুড়ির ইন্তেকাল

পাবনা শহরের কালাচাঁদপাড়ার অবসরপ্রাপ্ত সহকারী জোনাল সেটেলমেন্ট অফিসার মরহুম গোলাম মওলা খানের স্ত্রী ও পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের শাশুড়ি মোছা. হাদেচা খাতুন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে — রাজিউন)।

বুধবার (১৪ জুলাই) বেলা ৪টার সময় শহরের কালাচাঁদপাড়া তালপুকুর পাড়ের নিজ বাসভবনে বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে ৪ মেয়ে ও জামাতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এর আগে গত বুধবার ৭ জুলাই অবসরপ্রাপ্ত সহকারী জোনাল সেটেলমেন্ট অফিসার গোলাম মওলা খান ইন্তেকাল করেন। এক সপ্তাহের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই ইন্তেকাল করায় পরিবারে শোকের মাতম চলছে।

বুধবার বাদ মাগরিব পাবনা শহরের কালাঁচাড়পাড়ার আল হেলাল জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অণুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৯টায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আদাচাকী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে স্বামীর পাশে আদাচাকীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চপ্পু, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, গোলাম ফারুক প্রিন্স এমপি, অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, আহমেদ ফিরোজ কবীর এমপি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, সহ-সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর্জা আজাদ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, ক্যাব সহ-সভাপতি জেবুন্নেচ্ছা ববিন ও সাধারণ সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, পাবনা বার্তা ২৪ ডটকমের প্রধান এডমিন শামসুল আলম প্রমুখ পৃথক বিবৃতিতে হাদেচা বেগমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ