পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরে দুই বিদ্রোহী দাঁড়িয়েছেন। তারা মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমার শেষ দিন তারা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন।
দল মনোনীত প্রার্থী ও পাবনা জেলা যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক আলী মুর্তজা বিশ্বা সনি ছাড়াও পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন জেলা যুবলীগের সর্বশেষ বিলুপ্ত কমিটির সভাপতি শরিফ উদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু।
এর মধ্যে রাকিব হাসান ২০১৫ সালে সর্বশেষ পাবনা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান মিন্টুর কাছে পরাজিত হয়েছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান মনোনয়নপত্র জমা দেবার বিষয়টি নিশ্চিত করে জানান, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি পৌরসভাপতিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে।