পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা

৩য় ধাপে দেশে পৌরসভার নির্বাচনের জন‌্য পাবনা পৌরসভা সহ ৬৪ পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা নির্বাচনে (তৃতীয় ধাপ) পাবনা জেলার পাবনা পৌরসভায় জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

খবর প্রকাশের পরপরই পাবনা শহরে আনন্দ মিছিল করছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।

 

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ