পাবনা পৌরসভায় কাউন্সিলর হলেন যারা

পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনিকে মাত্র ১২২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) এই নির্বাচনে পৌরসভার ১৫টি ওয়ার্ডেও কাউন্সিলরদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তারা হলেন- আনিসুর রহমান বাদল (১ নং ওয়ার্ড), হাসেমউজ্জামান হাশেম (২ নং ওয়ার্ড), ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম (৩ নং ওয়ার্ড), ফরহাদ জোয়ারদার (৪ নং ওয়ার্ড), রবিউল ইসলাম রবি (৫ নং ওয়ার্ড), মিলন হোসেন (৬ নং ওয়ার্ড),  রাজিবুল হাসান রবিন (৭ নং ওয়ার্ড), আশরাফ প্রামানিক (৮ নং ওয়ার্ড), আইয়ুব সর্দার (৯ নং ওয়ার্ড), রাজিব হোসেন (১০ নং ওয়ার্ড), ফরিদুল ইসলাম ডালু (১১ নং ওয়ার্ড), মফিজুল ইসলাাম বাঘা (১২ নং ওয়ার্ড), সাইফুল ইসলাম বাদশা (১৩ নং ওয়ার্ড), এ এইচ এম আরেফিন রুবেল (১৪ নং ওয়ার্ড) ও শাহিন শেখ (৫ নং ওয়ার্ড),।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ