বার্তা সংস্থা পিপ (পাবনা) : দুই এমপি ও সর্বস্তরের দলীয় নেতাকর্মিদের সঙ্গে নিয়ে পাবনা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলী মূর্তুজা বিশ্বাস সনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীদের সাথে নিয়ে প্রথমে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ও পরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পাবনা পৌরসভায় নৌকার প্রার্থী ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, পৌর আওয়া মীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুন, জেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম হাজী শরীফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়ন চেয়ারম্যান আবু সাইদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক, যুগ্ন আহ্বায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন, জেলা যুব মহিলালীগের সভাপতি আরেফা খানম শেফালী, সাধারন সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।