পাবনার দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। সোমবার (৬ জুন) বিকেলে পাবনা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের এই বদলি করা হয়।
আদেশে পাবনার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে বেড়া মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। আর বেড়া মডেল থানার ওসি অরবিন্দ সরকারকে ঈশ্বরদী থানায় বদলি করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের জুলাই থেকে অরবিন্দ সরকার ঈশ্বরদী থানায় ওসি-তদন্তের দায়িত্ব পালন করেন। গত বছরের মার্চে অরবিন্দ সরকারকে ওসি হিসেবে পদোন্নতি দিয়ে বেড়া মডেল থানায় দায়িত্ব দেয়া হয়। একবছর যেতে না যেতেই তাকে আবারও ঈশ্বরদী থানায় দায়িত্ব দেয়া হলো।
আর গত বছরের শুরুতে ঈশ্বরদীর তৎকালীন ওসি শেখ নাসির উদ্দিন ঢাকা কাউন্টার টেরোরিজম ইউনিটে বদলি হওয়া কারণে তার স্থলাভিসিক্ত হোন সাঁথিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান।