কমিটি গঠনে আর্থিক লেনদেন অভিযোগে পাবনা জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
গত বুধবার (১৭ মার্চ) জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ হিমেল রানাকে।
যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আপনারা (সঞ্জু ও হিমেল রানা) জেলার সর্বোচ্চ নেতা হওয়া সত্ত্বেও আপনাদের নামে দলের বিভিন্ন পর্যায় থেকে অনৈতিক অর্থনৈতিক লেনদেনের অভিযোগ আসছে, তাহা দলের শৃঙ্খলা পরিপন্থি অনৈতিক কাজ। এমনতাবস্থায় আপনাদের বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তাহা আগামী ২৪ মার্চ দলের প্রধান কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ভাবে জবাব দেয়ার নির্দেশ দেয়া হলো।
বিষয়টি পাবনা বার্তা ২৪ ডটক নিশ্চিত করে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানা বলেন, বড় দল হিসেবে এখানে দুইটা গ্রুপ আছে। যখনই একটি গ্রুপ সুবিধা আদায় করতে পারে না তখন সেন্ট্রালে অভিযোগ দিয়ে থাকেন। আমাদের বিরুদ্ধে কী অভিযোগ তা আমরা ওখানে (কেন্দ্রীয় কার্যালয়) গিয়ে জানতে পারবো।