পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের হল শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিনকে আহবায়ক এবং হাফিজুর রহমানকে সদস্য সচিব করে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের (বিআইইএ) পাবনা জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
গত ১৭ এপ্রিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন এবং রাজশাহী বিভাগীয় সমন্বয়ক শরিফুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন।
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- এম হাবিবুর রহমান (যুগ্ম-আহবায়ক), ফয়সাল মুবিন রিজভী (যুগ্ম-আহবায়ক) এবং আব্দুস সালাম, সজল খান, আব্দুর রহমান, আব্দুল আলিম, সোহান আলী, রাজু আহমেদ এবং মাজহারুল ইসলাম।
নবগঠিত কমিটির আহবায়ক মোঃ নাজিম উদ্দিন বলেন, সারা দেশে বিআইইএ এর সদস্য সংখ্যা ৭৪ হাজারেরও বেশি। পাবনা জেলা বিআইইএ ইঞ্জিনিয়ারদের মৌলিক অধিকার নিয়ে কাজ করবে।