৩১টি পদে পাবনা জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার অধীনে পাবনা জেলার রাজস্ব প্রশাসন ও এর অধীনস্থ অফিস সময়ে শূন্যপদ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।
গত ২২ ডিসেম্বর প্রকাশ হওয়া এই নিয়োগের আবেদন করার শেষ তারিখ আগামী ২৫ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত। অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী ৩১টি পদে আবেদনের যোগ্যতা রাখা হয়েছে অষ্টম শ্রেণী পাস।
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া যাবে। আবেদন আগামী ২৫ জানুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় পাবনায় পৌঁছাতে হবে।
তবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলেও নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পাবনা জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখতে এখানে ক্লিক করুন