পাবনা জেলা পরিষদের সদস্য ও আ.লীগ নেতা হাকিম হাসপাতালে

বেড়া প্রতিনিধি : পাবনার সাথিয়ায় শুক্তবার সন্ধায় সিএনপি বি সেলিমের কাচামালের আড়ৎ সামনে পাবনা জেলা পরিষদের সদস্য ও বেড়া উপজেলার আ, লীগের সহসভাপতি আঃ হাকিম বসের উপর সন্ত্রাসীদের হামলায় গুরুত্ন আহত হয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাথিয়া হাসপাতালে ভতি করেন ঘটনা স্থলে উপস্থিত মশিউর বলেন আজ সন্থায় হাকিম বস সেলিমের কাচামালের আড়ৎতের সামনে দাড়িয়ে কথা বলছিল হঠাৎ কয়েকজন সন্ত্রাসীরা এসে তাকে গালমন্দ পারতে থাকে তাদের তিনি নিষেধ করলে তার উপর হামলা করে, তার চিৎকারে কয়েক জন এগিয়ে আসলে ততক্ষনে সন্ত্রাসীরা ককটেল ফুটিয়ে পালিয়ে যায়।

তাকে উদ্ধার করে সাথিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তার উপর সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসাীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন বেড়া উপজেলার আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক রমজান আলী, বেড়া পৌর যুব লীগের সভাপতি আল মাবুদ চৌদ্দ, বেড়া যুব লীগ নেতা ময়সার আলী সাথিয়া থানার ওসি আসাদুজ্জান সত্যতা স্বীকার করেন মামলার দায়ের হয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ