পাবনায় হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পাবনায় এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে দেড় শতাধিক ব্যক্তির শরীরে। জেলায় বিদায় নেয়া জানুয়ারিতে সংক্রমণ হয়েছে পৌনে দুই হাজার মানুষের শরীরে।
গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় ৪৭৬টি নমুনা পরীক্ষা করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১৫৯ জন। এনিয়ে পাবনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৩৭ জনে।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় ও রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের দিন সোমবার (৩১ জানুয়ারি) জেলায় ৭৫০টি নমুনা পরীক্ষা করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২৪১ জন। আর চলতি সপ্তাহে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে।
আশঙ্কার কথা হচ্ছে- জেলায় গত ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে সংক্রমণ বেড়েছে প্রায় ২৩ গুণ। বিদায়ী বছরের ডিসেম্বরে সংক্রমণের সংখ্যা ছিল মাত্র ৭২ জন। কিন্তু নতুন বছরের প্রথম মাসে (জানুয়ারি) সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪০ জনে।
২৪ ঘণ্টায় পাবনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৩৫ শতাংশ। আগেরদিন ছিল ৩২ দশমিক ১৩ শতাংশ। গত ৭ দিনে পাবনায় শনাক্ত হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ শতাংশ। আর এযাবতকালে শনাক্তর হার ৬ দশমিক ৮৪ শতাংশ।
নতুন করে গত ২৪ ঘন্টায় পাবনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে পাবনায় মোট মৃত্যুর সংখ্যা ৪০ জনই।
গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৮৭ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৩৩৪ জন। মোট সুস্থতার হার ৯১ দশমিক ১৭ শতাংশ। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৮ জন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগীর শনাক্ত হলেও পাবনা জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৯ মে। জেলার চাটমোহর উপজেলার নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের শরীরের প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।
………………………………>
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাবনার খবরাখবর রাখুন