পাবনা শহরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, খদ্দের-পতিতাসহ কয়েকজন আটক

অনৈতিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় পাবনা শহরে আবাসিক হোটেলে আবারও অভিযান চালিয়েছে পুলিশ। এসময়  থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। ১ জন  খদ্দেরসহ একজন পতিতা ও হোটেল কর্মচারীকে গ্রেফতার করেছে করা হয়।

গতকাল পাবনা মধ্য শহরে অবস্থিত এই হোটেল অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ জানায়, শহরের লাকী আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। এর পেক্ষিতে হোটেলে একটি অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকায় ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পাবনাবাসীর উদ্দেশ্যে জেলা পুলিশ থেকে জানানো হয়েছে, আপনার থানা এলাকায় এ ধরনের কোন অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হলে নিকটস্থ থানাকে অবহিত করুন। এ বিষয়ে জেলা পুলিশের অভিযান নিয়মিত চলবে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ