পাবনা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

পাবনা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে পাবনা আইনজীবী সমিতির ভবনে এই ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আজিজ-এহিয়া পরিষদ এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বিল্লু-জাহাঙ্গীর পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলের বাইরে কোন স্বতন্ত্র প্রার্থী নেই।

সমিতির ৩৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এসএম আব্দুর রহিম।

বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন প্যানেলে সভাপতি পদে মো. আব্দুল আজিজ, সহ-সভাপতি পদে মো. আইনুল হক ও মো. শরিফুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক পদে মো. সুলতান মাহমুদ (খান এহিয়া), কোষাধ্যক্ষ পদে খন্দকার আবু সাফা, যুগ্ম-সম্পাদক (উন্নয়ন) পদে মো. ফোরকান আলী, যুগ্ম-সম্পাদক (লাইব্রেরি) পদে এস এম ফরিদ উদ্দিন, যুগ্ম-সম্পাদক (সংস্কৃতি) পদে মোছা. মনোয়ারা খানম, অডিটর পদে মো. আমিনুল ইসলাম এবং সদস্য পদে মো. মনিরুজ্জামান মিজান ও মাকছুদুর রহমান রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন নেতৃত্বাধীন প্যানেলে সভাপতি পদে মো. বেলায়েত আলী বিল্লু, সহ-সভাপতি পদে মো. আজিজুল হক ও মো. আকির হোসেন শিকদার, সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ পদে লেমান গোলাম নবী মিঞা, যুগ্ম-সম্পাদক (উন্নয়ন) পদে মো. আসাদুজ্জামান (শুভ), যুগ্ম-সম্পাদক (লাইব্রেরি) পদে মো. আব্দুল আল-মামুন (রনি), যুগ্ম-সম্পাদক (সংস্কৃতি) পদে কে এস মাহবুবুর রহমান (সোহাগ), অডিটর পদে মো. তৌহিদ হাসনায়েন এবং সদস্য পদে ফুলমতি, মো. সেলিম হোসাইন, মো. শরিফুজ্জামান (লিখন) ও দীপক কুমার রায় দীপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ