পাবনার আতাইকুলা, চাটমোহর ও সুজানগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ছয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর থেকে বিকেল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এর মধ্যে আতাইকুলায় চারজন, চাটমোহরে একজন এবং সুজানগরে একজনকে আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
আটককৃতরা হলেন- আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়ার মোসলেম প্রামানিকের ছেলে মো. মোখলেছুর রহমান (৪৫), আতাইকুলা থানার সড়াডাঙ্গী গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. সজল (৩০), একই গ্রামের মো. হেলাল উদ্দিন (৪৮), সোনাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. কামাল (৪২), সুজানগর উপজেলার নাজিরগঞ্জের নরসিংহপুর গ্রামের মোজাহার আলী (৪০) এবং চাটমোহর উপজেলার মথুরাপুরের ভাদ্রা ঢাকাইয়া পাড়ার সাদ্দাম হোসেন সবুজ (৩৩)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, সোনাপুরে একদল সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহিদুর রহমানের নেতৃত্ব অভিযান চালানো হয়। এসময় সন্ত্রাসী মোখলেছুর, সজল, হেলাল ও কামালকে আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড তাজা গুলি, ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২ গ্রাম হিরোইন জব্ধ করা হয়।
এদিকে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে নাজিরগঞ্জে অভিযান চালিয়ে ১১টি মাদক মামলার আসামি মোজাহার আলীকে আটক করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ভোর রাতে মথুরাপুরের ঢাকাইয়া পাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন সবুজকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।