পাবনায় ৪টি হোটেলে ভোক্তা অধিদফতরের অভিযান, জরিমানা

ভাঙ্গুড়া সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়ায় উপজেলায় বেশ কয়েকটি খাবার হোটেলে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। এতে ৪টি খাবারের হোটেলকে জেল-জরিমানা করা হয়।

সোমবার (২৫ জানুয়ারি) পাবনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচাল আব্দুস সালামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার সাথে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানা পুলিশ।

প্রায় চার ঘন্টা ব্যাপি চলে এই অভিযান মোট ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভাঙ্গুড়া বড়াল নদীর দুই পাশের বাজারের শরৎ নগরের অনিক সুইটস ও দই এবং ঘোষ সুইটস ও দই ঘরে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেলে ও মোল্লা হোটেলে ৪৩ ধারায় যথাক্রমে ৫ হাজার ও ১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার দপ্তরের পাবনার সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, বাজার মনিটরিং টিম নিয়মিত এই অভিযান পরিচালনা করবে। এ সময় তিনি এই ধরনের অপরাধ কমাতে তথ্য দিয়ে সহায়তা চান।

অর্ডার করুন

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ