পাবনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

পাবনার আতাইকুলায় পারিবারিক বিরোধের জেরধরে স্ত্রী নিলুফার বেগম (৪৫) কে শ্বাসসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী ভ্যান চালক শাহাদত হোসেনকে আটক করেছে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্স নাসিরুল আলম জানান, আতাইকুলা থানার দিঘুলি পাড়ার শাহাদত নিলুফার দম্পত্তির মধ্যে গেল বুধবার রাতের কোন এক সময় পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায় স্ত্রী নিলুফারকে শ^াসরোধে হত্যা করে স্বামী।

বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা টেরপেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই। এসময় পালানোর চেষ্ঠা কালে পুলিশ স্থানীয়দের সহায়তায় স্বামী চালক শাহাদৎ কে আটক করে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ