পাবনায় সি-লাইন বাসের চাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে সি-লাইন পরিবহন নামের একটি বাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ৭টার দিকে কাশিনাথপুরের ঢাকা-পাবনা মহাসড়কের করিয়াল এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিনাথপুরের দুর্গাপুরের মৃত আব্দুল লতিফের ছেলে আবু সাইদ (৫৫), তার ছেলে তাওহিদ (৪) ও আবু সাঈদের ভাই আমির হামজার মেয়ে রওজা (৫)। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

বিষয়টি পাবনা বার্তা ২৪ ডটকমকে নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিুকুল ইসলাম জানান, তারা পরিবারসহ করিয়াল এলাকায় দাওয়াত খেয়ে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এসময় মহাসড়কে ওঠার সময় পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহন চাপা দেয়। এতে ভ্যানটির সবাই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাদের অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে দুইজন এবং হাসপাতালে পৌছানোর পর আরও একজন মারা যান।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুল কাসেম আজাদ পাবনা বার্তা ২৪ ডটকমকে জানান, আমরা পরে ঘটনাস্থলে গিয়ে ভ্যানটি উদ্ধার করেছি। অভিযুক্ত বাস ও বাসের কাউকে পাওয়া যায়নি। নিহতদের পক্ষে কেউ অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ