বঙ্গবঙ্গুর জন্ম শতবর্ষ উপলক্ষে পাবনায় প্রথমবারের মতো নারী উদ্যোগতাদের নিয়ে চলছে তিনদিনব্যাপী দেশীয় খাদ্য প্রদর্শনী।
স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা তহুরা আজিজ ফাউন্ডেশনের এর উদ্যোগে এবং ফেসবুক গ্রুপ হাংরি পাবনার সহযােগিতায় পাবনার রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ সংক্ষেপে আরএম একাডেমির মিলনায়তনে এই খাদ্য প্রদর্শনী চলছে।
বিস্তারিত ভিডিওতে…