পাবনার ভাঙ্গুড়ায় সাংবাদিককে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার ওপর হামলা হয়।
আহত সিরাজুল ইসলাম আপন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি। তার বাড়ি উপজেলার অষ্টমনিষা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গুড়ায় প্রেসক্লাবের সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আপন। ভাঙ্গুড়া থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কলকতি ঘাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে এসে ছয়জন দুর্বৃত্ত তার পথ আটকায়। পরে মোটরসাইকেল থেকে তাকে নামিয়ে পিটিয়ে জখম করা হয়।
পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৌশিক খান জানান, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন প্রচণ্ড আঘাতের কারণে আপনের ফুসফুস ও হার্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী বলেন, আপনের শারীরিক অবস্থা খুবই খারাপ। থানায় অভিযোগ করা হয়েছে। পরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।
ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।