নোয়াখালীর কোম্পনীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে গুলিতে সাংবাদিক বৃরহান উদ্দিন মুজাক্কির নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনায় কর্মরত সাংবাদিকরা।
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি ও ক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সহ-সভাপতি শহিদুর রহমান শহীদ, মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরবঙ্গ ব্যুরো চীফ উৎপল মির্জা, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক ও পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী বাবলা, বাংলা টিভি জেলা প্রতিনিধি এস এম আলম, সাংবাদিক জহুরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পাভেল মৃধা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা পেশাগত এই সাংবাদিক হত্যার যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করেন। নইলে সারা দেশে আন্দোলন জোরদারের ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কোম্পনীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাট তরকারি বাজারের সামনে সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
ওই সময় সাংবাদিক মুজাক্কির সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন। এ অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত শনিবার রাত ১০টা ৪৪ মিনিটে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।