পাবনা শহরে শোডাউন দিল জেলা যুবলীগ

আলোচিত পাবনা পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিতের পর পাবনা শহরে বড় ধরনের শোডাউন দিল জেলা যুবলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নৌকার প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে যুবলীগ কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেত হয়। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

যদিও কাতারভিত্তিক সম্প্রচারিত আল জাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকার বিরোধী মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে সেখানে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের সিনিয়র-যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, যুগ্ন আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, সদস্য ফাইমুল কবির শান্ত, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ খান ও জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক সম্পাদক মোঃ হাজী শরীফ প্রমুখ।

সমাবেশে বক্তারা বাংলাদেশে আল জাজিরার টেলিভিশন সস্প্রচার বন্ধের দাবিসহ এই মিথ্যা সংবাদ সম্প্রচারের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের দাবি জানান। পরে একটি বিশাল বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রর্দক্ষিন করে জেলা আ.লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি প্রশংসীয়ভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আলোচিত পাবনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নাটকীয় ভাবে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শরিফ উদ্দিন প্রধানকে। মাত্র ১২২ ভোটে ব্যবধানে তিনি আওয়ামী লীগের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনিকে পরাজিত করেন।

নির্বাচনের পরের দিন থেকেই জেলা যুবলীগের সিনিয়র-যুগ্ম আহবায়ক শিবলী সাদিক ও ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ খানসহ অনেকেই প্রকাশ্যে আসতে দেখা যায়নি। পরে গত ১০ ফেব্রুয়ারি সনি বিশ্বাসের এক রিটে প্রেক্ষিতে নির্বাচনের স্থগিত করে দিয়ে প্রাপ্ত ভোট আবার গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরপর থেকেই আবারও সরব হয়েছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।

>> পাবনার নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ