পাবনায় শিশুকে যৌননিপীড়ন, ২০ হাজার টাকায় রফাদফা আ.লীগ নেতার

পাবনার ভাঙ্গুড়ায় (রাবেয়া খাতুন) নামের ছয় বছরের এক শিশুকে যৌননিপীড়নের অভিযোগ উঠেছে মধু মিস্ত্রী (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঐ শিশু (রাবেয়া খাতুন) ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা দরিদ্র রাজু আহমেদের মেয়ে ও অভিযুক্ত মধু মিস্ত্রী একই মহল্লার মৃত আয়েজ উদ্দীনের ছেলে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. লোকমান হোসেন তার নিজ বাসায় উভয় পক্ষকে ডেকে এক শালিসী বৈঠকের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করে তা সমাধান দিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

যৌন নীপিড়নের শিকার শিশুটির পিতা (রাজু আহমেদ) জানান, গত কয়েক দিন আগে তার মা কাজের জন্য বাইরে থাকায় পাশের বাড়ির বাসিন্দা মধু মিস্ত্রী তাকে বাড়িতে ডেকে নিয়ে পরনের পোশাক খুলে গোপন অঙ্গ স্পর্শ করান এবং বলেন, যে তারা দুজনে প্রেম প্রেম খেলবে।

এ ঘটনার পর শিশুটি তার মা বাসায় আসলে ঘটনা সব খুলে বলেন। শিশুর কাছে ঘটনা সব শুনে হতবাক শিশুটির মা মধু মিস্ত্রীর বাড়িতে গিয়ে ওই ঘটনা কেন ঘটিয়েছেন জানতে চাইলে মধু মিস্ত্রীর স্ত্রী তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে তাড়িয়ে দেন। এরপর শিশুটির মা বিচারের জন্য বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন।

এক পর্যায়ে থানায় অভিযোগ দিলেও অদৃর্শ্য শক্তির প্রভাবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ লোকমান হোসেন তার বাসায় বাদি বিবাদীতে ডেকে নিয়ে বৃহস্পতিবার রাতে এক শালিশী বৈঠকের মাধ্যমে অভিযুক্ত মধূ মিস্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিমাসা করেন। এ সময় তাদের কাজ থেকে লিখিত ‘মুচলেকা’ রেখে ছেড়ে দেওয়া হয়।
তবে অভিযুক্ত মধু মিস্ত্রী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিশুটি তার নাতনীর মত,তাই তার সাথে একটু ঠাট্টা তামাশা করা হয়েছে মাত্র এর বেশী কিছু নয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সমকাল‘কে জানান, এ ঘটনায় ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান হোসেন উভয়পক্ষকে ডেকে মিমাংশা করে দিয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ ফয়সাল বিন আহসান বলেন, বিষয়টি তেমন কিছু নয়। একটি পুর্ব শত্রæতা থেকে মিথ্যে গুজব ছড়ানো হয়েছিল।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ লোকমান হোসেনের সঙ্গে কয়েক দফা মোবাইল করা হলেও অপরপ্রান্ত থেকে ফোন রিসিভ করা হয়নি।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ